জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৮ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘মানবদেহ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে? উত্তর : এইচসিএল। ২. প্রশ্ন : লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী?উত্তর : গ্রোথ হরমোন। ৩. প্রশ্ন : জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন?উত্তর : অক্সিটোসিন। ৪. প্রশ্ন : রক্ত কি ধরনের কলা?উত্তর : যোজক কলা। ৫. প্রশ্ন : স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে?উত্তর : এক্সেন। ৬. প্রশ্ন : প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে?উত্তর : অক্সিজেন মিশ্রিত। ৭. প্রশ্ন : রক্তের চাপ কোথায় সবচেয়ে কম?উত্তর : শিরায়। ৮. প্রশ্ন : মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?উত্তর : যকৃত। ৯. প্রশ্ন : মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি?উত্তর : ফিমার। ১০. প্রশ্ন : কোনটি শিশুকালে অপসারণ করলে বামনত্ব হয়?উত্তর : পিটুইটারি। ১১. প্রশ্ন : প্রশ্বাসের সময় দেহ থেকে কি নির্গত হয়?উত্তর : কার্বন-ডাই-অক্সাইড। ১২. প্রশ্ন : শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি?উত্তর : টেস্টোস্টেরন। ১৩. প্রশ্ন : মাইটোসিস কোথায় সংগঠিত হয়?উত্তর : দেহ কোষে। ১৪. প্রশ্ন : রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত?উত্তর : ৫০০ : ১। ১৫. প্রশ্ন : রক্ত জমাট বাঁধার পর রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে?উত্তর : সিরাম। ১৬. প্রশ্ন : মানবদেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি?উত্তর : উরুর অস্থি। ১৭. প্রশ্ন : অনুচক্রিকার কাজ কি?উত্তর : রক্ত জমাট বাঁধা। ১৮. প্রশ্ন : লিউকোমিয়া রোগের কারণ কি?উত্তর : রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া। ১৯. প্রশ্ন : দেহের শক্তির প্রধান মাধ্যম কি?উত্তর : শ্বসন। ২০. প্রশ্ন : দেহে মেলানিনের প্রধান কাজ কি?উত্তর : সূর্য রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা।এসইউ/এমএস

Advertisement