খেলাধুলা

স্কলারিকে বিদায় দিচ্ছে না ব্রাজিল

ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হারের পরেই কোচ স্কলারির ব্রাজিল অধ্যায়ের শেষ দেখেছিল অনেকেই। ইতোমধ্যে ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা জিকোসহ অনেকেই স্কলারিকে ছাটাই করার পক্ষে মতও দিয়েছেন। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কে অবশ্য পাশে পেয়েছেন বিগ ফিল। স্কলারিকে এখনই সরিয়ে দেওয়ার পক্ষে নয় সিবিএফ।আগামী বছরের এপ্রিলে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এর সভাপতির দায়িত্ব নেবেন মার্কো পোলে দেল নেরো। অতি সম্প্রতি এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই স্কলারি থেকে যান।জার্মানির কাছে নাস্তানাবুদ হলেও তিনি মনে করেন একটি ম্যাচ দিয়ে সকল বিচার করা ঠিক হবে না। সিবিএফ-এর ভাবি সভাপতি বলেন, যা হওয়ার হয়ে গেছে। ওটা ছিল কৌশলের ভুল। ভুল আমরা সবাই করেছি, সবাই-ই করি। এটি যে কারো ক্ষেত্রে ঘটতে পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে অসাধারণ কাজ করেছে। অনুশীলন ও প্রস্তুতি সবই ভালো ছিল।প্রবীণ এই কোচের পক্ষে অবশ্য তার বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারও কথা বলে। কোচিং ক্যারিয়ারে ব্যর্থতার চেয়ে সাফল্যেও পাল্লাটাই বেশ ভারী। ২০০২ বিশ্বকাপে পঞ্চম শিরোপা ঘরে তোলে ব্রাজিল। আর সেই দলে রোনালদো-রিভালদোদের কোচের দায়িত্বে ছিলেন এই স্কলারি। এরপর ২০০৬ বিশ্বকাপে খর্ব শক্তির পর্তুগালকে তুলেছিলেন সেমিফাইনালে।সাবেক কোচ দুঙ্গার অধিনে ব্রাজিলিয়ানদের যখন দুর্দশা চলছিল তখন আবারো দায়িত্ব বর্তায় বিগ ফিলের উপর। ২০১২-এর নভেম্বরে সলেসাওদের দায়িত্ব নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আগে পর্যন্ত ভাসিয়েছেন সাফল্যের জোয়ারে।  গত দুই বছরে তার অধীনে ২৮টি ম্যাচে অংশ নিয়ে মাত্র তিনটি ম্যাচেই হেরেছে ব্রাজিল। তার অধীনেই গত বছর ব্রাজিল জিতেছিল কনফেডারেশন কাপ।

Advertisement