নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় গৃহবধূ রত্না রানী শীল (২২) হত্যা মামলার প্রধান আসামি নিহতের স্বামী কৃষ্ণ রঞ্জন শীলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকার ওয়ারি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কৃষ্ণ রঞ্জন শীল চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের পাটোয়ারি এলাকার ডা. অমল চন্দ্র শীলের ছেলে।পুলিশ জানায়, গত ২ নভেম্বর রোববার রাতে গৃহবধূ রত্না রানী শীলকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামীসহ শ্বশুর বাড়ীর লোকজন। পরে ৩ নভেম্বর সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় রত্না রানীর বাবা ডা. অমূল্য চন্দ্র শীল বাদী হয়ে নিহতের স্বামী কৃষ্ণ রঞ্জন শীলকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে অভিযান চালিয়ে কৃষ্ণ রঞ্জনের মা’ শশী রানী শীল ও কৃষ্ণ’এর ভাগিনা শুভ্র শীলকে গ্রেফতার করে।শনিবার বিকেলে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক ও টাউন দারোগা (টিএসআই) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে ঢাকার ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার প্রধান আসামি কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ থানার শহর উপ-পরিদর্শক (টিএসআই) ইকবাল বাহার চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এদিকে স্থানীয় একটি প্রভাবশালী মহল এ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা ও নিহতের বাবা অমুল্য চন্দ্র শীলকে নানাভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিজানুর রহমান/এআরএস
Advertisement