কর ব্যবস্থায় নানা সমস্যা ও হয়রানির কথা তুলে ধরতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবআর) সঙ্গে মতবিনিময় সভায় বসছে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। সোমবার( ৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হবে।এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।সূত্র জানায়, এফবিসিসিআই’র আওতাভূক্ত সকল চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রধানরা এ মতবিনিময় সভায় নিজেদের সমস্যা উপস্থাপন করবেন। তারা এনবিআরের কাছে দেশব্যাপি ব্যবসা বাণিজ্য পরিচালনায় কর ও ভ্যাট প্রদানের ক্ষেত্রে তাদের যাবতীয় সমস্যা তুলে ধরবেন।এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ এ বিষয়ে জাগো নিউজকে বলেন, মতবিনিময়ের মাধ্যমে দেশের ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে কর ব্যবস্থাকে আরো সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানানো হবে। এছাড়া চলতি অর্থবছরের বিশাল আকারের বাজেটে রাজস্ব লক্ষমাত্রা আদায়ের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।তিনি আরো জানান, আগামীতে নতুন একটি ভ্যাট আইন করার চিন্তা করছে সরকার। কিভাবে এ আইনটি করলে সকল পক্ষের জন্য মঙ্গলজনক হবে তা নিয়েও আলোচনা হবে।এসআই/এএইচ/আরআইপি
Advertisement