জঙ্গিরা যেখানে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করছে সেখানে অনেক পিছিয়ে রয়েছে পুলিশ। তাই জঙ্গি প্রতিরোধে পুলিশের সক্ষমতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের সাবিস মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত জঙ্গি তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদী গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।শাহরিয়ার কবির বলেন, ভারতে প্রতি ৫০০ নাগরিকের জন্য একজন করে পুলিশ রয়েছে। বাংলাদেশে ১১০০ লোকের জন্য রয়েছে মাত্র একজন পুলিশ। তারপরও যথাযথ প্রশিক্ষণ নেই। পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুবিধাদি দিয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে।শাহরিয়ার কবির আরো বলেন, যারা ধর্মের নামে রাজনীতি করে তারাই মুক্ত চিন্তার লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যা করছে। ২৭ সংবিধান পুরোপুরি চালু করে ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে।তিনি বলেন, আওয়ামী লীগ ও প্রশাসনে জামায়াত রয়েছে। তারা ঘাপটি মেরে বসে নানা ষড়যন্ত্র করছে। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ ও প্রশাসন জামায়াত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না।তিনি আরো বলেন, জামায়াত ও হেফাজত ইসলামীর বিরুদ্ধে কেবল প্রতিবাদ করলেই হবে না। এখন সময় এসেছে প্রতিবাদ করার। যেখানেই জামায়াত-হেফাজত সেখানেই প্রতিরোধ করতে হবে।জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. দীপক ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, কার্যকরী সদস্য ডা. নুজহাত চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লূডু প্রমুখ।বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি
Advertisement