নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে ৭ ড্রাম ভর্তি ১ হাজার ১৫০ লিটার চোরাই তেলসহ মামুন (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব।
Advertisement
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই চক্রের আরেক সদস্য আরিফ (৩৫) কৌশলে পালিয়ে যায়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, আটক মামুন ও পলাতক আরিফ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে কেনাবেচা করছিলেন।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করে যে, তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য তিনি। সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা ও মেঘনা ডিপোতে চোরাই তেলের কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের কিছু অসাধু লরি ড্রাইভার ও হেলপার তেল চুরি করে বিক্রি করেন। এমনকি তারা চোরাই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়েও তা সরবরাহ করে। এ চক্রটির মাধ্যমে আটক মামুন ও পলাতক আরিফ ঝুঁকিপূর্ণভাবে তেল মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করতেন।
মামুন ও আরিফের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী।
উল্লেখ্য, গতকাল ২৫ অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬৬০ লিটার চোরাই তেলসহ শাজাহান (৩৫) নামে একজনকে আটক করে র্যাব।
এমএএস/এমএস
Advertisement