বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাস্তার দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার অভিযানের প্রথম দিন শহরতলীর বনানী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় ভ্রাম্যমাণ আদালত ৯ জন স্থাপনা মালিককে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এর আগে মাইকিং করে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য আহ্বান জানানো হয়। দুপুর ১২টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি। এ সময় বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মীর কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, বগুড়ার সূত্রাপুর থেকে মাঝিড়া পর্যন্ত প্রায় তিন শতাধিক স্থাপনা সরকারি জমি অবৈধ ভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযানকালে প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ইতিমধ্যে আরো অর্ধশত স্থাপনা মালিক তাদের নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নিয়েছেন। যেসব স্থাপনার মালিক নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে এ রকম ৯টি স্থাপনার মালিকের কাছ থেকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি জানান, রোববারও এ উচ্ছেদ অভিযান চলবে।লিমন বাসার/এআরএ/আরআইপি
Advertisement