করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশব্যাপী এ ভাইরাসে ৫ হাজার ৮১৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৪৮০ জন (৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৩৩৮ জন (২৩ শতাংশ)।
Advertisement
ভাইরাসটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ৩ হাজারেরও বেশি মানুষ মারা যান এ বিভাগে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৩, বরিশাল ও সিলেটে একজন করে মারা যান।
বিভাগীয়ও পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ঢাকা বিভাগে ৩০০৫ জন (৫১ দশমিক ৬৫ শতাংশ), চট্টগ্রামে ১১৫৭ (১৯ দশমিক ৮৯ শতাংশ), রাজশাহীতে ৩৭০ (৬ দশমিক ৩৬ শতাংশ), খুলনায় ৪৬৪ (৭ দশমিক ৯৮ শতাংশ), বরিশালে ১৯৮ (৩ দশমিক ৪০ শতাংশ), সিলেটে ২৪২ (৪ দশমিক ১৬ শতাংশ), রংপুরে ২৬১ (৪ দশমিক ৪৯ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১২১ জনের (২ দশমিক ০৮ শতাংশ) মৃত্যু হয়।
Advertisement
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৫১ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৭১ হাজার ৩৪৭টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৬ হাজার ৬০০ জনে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Advertisement
এমইউ/এফআর/এমকেএইচ