দেশজুড়ে

এমপি মাসুদ চৌধুরী সস্ত্রীক করোনা আক্রান্ত

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্তের পর রোববার (২৫ অক্টোবর) দুপুরে তারা দুইজনই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

Advertisement

এমপির ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, মাসুদ উদ্দিন চৌধুরী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার (২৪ অক্টোবর) তিনি ও তার স্ত্রী ঢাকার একটি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।

রোববার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে চিকিৎসকের পরামর্শে তারা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।

রাশেদুল হাসান/আরএআর/এমএস

Advertisement