যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৃতীয়বারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধরত আর্মেনিয়া ও আজারবাইজান। কিন্তু তা-ও স্থায়ী হলো না। সেপ্টেম্বরের শেষদিকে সামরিক সংঘাত শুরুর পর এর আগে রাশিয়ার মধ্যস্থতায় হওয়া দুটি যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছিল দেশ দুটি।
Advertisement
গণমাধ্যমগুলো জানাচ্ছে, গোলাগুলি চলেছে রোববার রাতেও। একে অপরকে দোষারোপ করছে বিবদমান দুই পক্ষ। এর মধ্যে সোমবার সকাল ৮টা থেকে তৃতীয়বার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল আর্মেনিয়া-আজারবাইজান। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার থেকে দীর্ঘ বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে।
রোববার শেষ পর্যন্ত তৃতীয়বার যুদ্ধবিরতির মানবিক সিদ্ধান্তে পৌঁছায় দুই পক্ষ। কিন্তু সোমবার সকাল হতেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনলো দুই পক্ষই। এর জন্য আজেরি পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে সমস্ত দায় চাপিয়েছেন আর্মেনিয়ার ওপর। অন্য দিকে আর্মেনিয়ার প্রশাসন দায় চাপাচ্ছে আজারবাইজানের ওপর।
প্রায় এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে উভয় পক্ষ রাজি হলেও তা কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুইটি দেশ।
Advertisement
এর মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করেন আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তাতেও জট খোলেনি।
এর পর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পরে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন আর্মেনিয়া-আজারবাইজানের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্র, আজারবাইজান এবং আর্মেনিয়া এ নিয়ে যৌথ বিবৃতিও প্রকাশ করে।
Congratulations to Armenian Prime Minister Nikol Pashinyan and Azerbaijani President Ilham Aliyev, who just agreed to adhere to a cease fire effective at midnight. Many lives will be saved. Proud of my team @SecPompeo & Steve Biegun & @WHNSC for getting the deal done!
— Donald J. Trump (@realDonaldTrump) October 25, 2020সেখানে বলা হয় মানবিক কারণে সোমবার সকাল আটটা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। কিন্তু সোমবার সকালেই আজেরি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তাদের শহর টারটারে হামলা চালিয়েছে আর্মেনিয়া। এর পর পাল্টা অভিযোগ তোলে আর্মেনিয়াও। তাদের দাবি, আজেরি সেনারাই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
Advertisement
তৃতীয়বার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রোববার থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। রোববার সকালে আজারবাইজানের প্রেসিডেন্টের একটি টুইটে সেই প্রশ্ন আরও গুরুত্ব পায়। তিনি লিখেছিলেন, নিজের দেশকে রক্ষা করার অধিকার সকলের আছে। আজারবাইজান নিজের দেশকে শেষ দিন পর্যন্ত রক্ষা করবে।
ওয়াশিংটনের মধ্যস্থতায় যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সই হচ্ছে, তখন আজেরি সেনাবাহিনী জানায়, আর্মেনিয়ার যুদ্ধবিমান আজারবাইজানের সীমান্তে ঢুকে পড়ায় তা ধ্বংস করা হয়েছে।
নাগোরনো-কারাবাখের সেনারা দাবি করেছেন, দিনভর ওই অঞ্চলের বিভিন্ন জনবসতি লক্ষ্য করে ক্রমাগত গোলাবর্ষণ করেছে আজারবাইজানের সামরিক বাহিনী। আজারবাইজান অবশ্য গোলাবর্ষণের কথা অস্বীকার করেছে। কিন্তু তাদের দাবি, দিনভর মর্টার এবং লাইট মেশিনগান নিয়ে যুদ্ধ চালিয়েছে সেনা।
এ দিকে ইরানের এলিট ফোর্স আইআরজিসি রোববার জানায়, আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে তারা সেনার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি করেছে। দুই দেশের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। দুই দেশের গোলায় ইরানের সীমান্তবর্তী একটি অঞ্চল বিধ্বস্ত হয়েছে বলে এর আগে দাবি করেছিল ইরান।
সূত্র : ডয়েচে ভেলে
এসএ/এমএস