জাতীয়

আট হাজারের বেশি চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা আট হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে চিকিৎসক দুই হাজার ৮৫২ জন, নার্স এক হাজার ৯৬৬ জন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তিন হাজার ২৬৬ জন।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৮ জন চিকিৎসক, ৭৮৫ জন নার্স ও ৪৪৫ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হন।

বিএমএর একজন শীর্ষ কর্মকর্তা জানান, করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকেই আক্রান্ত হন। তবে বর্তমানে আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

Advertisement

এমইউ/এসআর/জেআইএম