জাতীয়

দশ বছর পরে নিরক্ষর পাওয়া যাবে না

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  বলেছেন, আগামী দশ বছর পরে  দেশে কোন নিরক্ষর মানুষ পাওয়া যাবে না। শনিবার ঢাকা কমার্স কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তীতে তিনি  এ কথা বলেন।পরিকল্পনা মন্ত্রী বলেন,‘ চল্লিশ বছর আগে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ১৭ ভাগ অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলো, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ ভাগে। আগামী দশ বছর পরে এদেশে কোন কৃষক, ট্যাক্সি-ড্রাইভারসহ কাউকেই নিরক্ষর হিসেবে খুঁজে পাবেন না। শিক্ষাক্ষেত্রে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিলো সবাইকে বিদ্যালয়ে নিয়ে আসা। এ নিয়ে আসার কাজটি সফলভাবেই সম্পন্ন হয়েছে। এখন চ্যালেঞ্জ হলো ঝরে পড়া শিক্ষার্ত্রী রোধ করা এবং শিক্ষার মান বাড়ানো। বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে এদুটো কাজ যথাসাধ্য করে যাচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্ত্রীদের উদ্দেশ্যে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমার জীবনের সব স্বপ্ন আগামী প্রজন্মকে নিয়ে। আমি সবসময় এটা বিশ্বাস করি যে, কাজ আমরা করতে পরিনি, সে কাজ আগামী প্রজন্ম করে দেখাবে’। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে সবসময় নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে পরাজয় ক্ষণস্থায়ী। একবার বিজয়ী হলে শত পরাজয়ের গ্লানি শেষ হয়ে যায়। একইসঙ্গে এটাও মনে রাখতে হবে জ্ঞান ও সততা দিয়েই বিজয় আসে।কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সরকারের সাবেক সচিব এ এফ এম সারওয়ার কামাল, কলেজের প্রতিষ্টাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী, গভর্নিং বডির সদস্য মো. আবু সালেহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র্যা লির মধ্য দিয়ে ঢাকা কমার্স কলেজের রজত জয়ন্তীর সূচনা হয়। এ র্যা লির উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। এর পরপরে কলেজ হলরুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন গভর্নিং বডির আরেক সদস্য ডা. মো. আবদুর রশিদ।এসএ/এএইচ/আরআইপি

Advertisement