আন্তর্জাতিক

করোনায় তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ভারতে

১০ জুলাইয়ের পর একদিনে করোনায় সবচেয়ে কম মৃত্যু দেখল ভারত। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও তিন মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। তবে সারাদেশে করোনা শনাক্তের পরিমাণ ৭৯ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে বেড়েছে সুস্থ রোগীর সংখ্যাও।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৮০ জনের মৃত্যু হয়েছে; যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত ১০ জুলাই দেশটিতে ৪৭৫ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় দৈনিক মৃতের সংখ্যা কম হলেও আশঙ্কাজনকভাবে বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৯ হাজার ৩০৯ জনের করোনা টেস্ট করা হয়, যার মধ্যে ৪৫ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৯১ শতাংশ।

যুক্তরাষ্ট্রে বা ইউরোপের চেয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। তবে সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ভারতে ১ লাখ ৯ হাজার ১৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।

Advertisement

অন্যদিকে আক্রান্তের পরিমাণ ৭৯ লাখ পার হলেও এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ লাখ ৩৭ হাজার ২২৮ জন। সুস্থতার হার ৯০.২৩ শতাংশ। এই মুহূর্তে দেশটিতে সংক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ৭১৭ জন।

দেশে করোনা আক্রান্তের তালিকায় শুরু থেকে শীর্ষে মহারাষ্ট্র। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ২০ জন। এরমধ্যে ১৪ লাখ ৬০ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

মহারাষ্ট্রের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ২ হাজার ৯৯৭ জন, কর্ণাটকে ৪ হাজার ৪৩৯ জন এবং তামিলনাড়ুতে ২ হাজার ৮৬৯ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। রাজ্যটিতে ২০ অক্টোবর থেকে প্রতিদিনই দৈনিক ৪ হাজারের বেশি সংক্রমণের ঘটনা ঘটছে। সূত্র : আনন্দবাজার।

এনএফ/জেআইএম

Advertisement