প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ফুটবল অঙ্গনে করোনার থাবায় সবশেষ আক্রান্ত হলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।
Advertisement
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রোববার রোনালদিনহো নিজেই জানিয়েছেন এ খবর। বর্তমানে তিনি ব্রাজিলের বেলো হরিজোন্তেতে নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন।
শনিবার বেলো হরিজন্তে পৌঁছানোর সময় রোনালদিনহোর মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। কিন্তু তখন করানো করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার নমুনার ফলাফল।
এক ভিডিওবার্তায় রোনালদিনহো বলেছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজন্তে রয়েছি। এখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আমি পরীক্ষা করিয়েছি এবং কোভিড-পজিটিভ এসেছে।’
Advertisement
তবে এখনও কোনো উপসর্গ নেই তার মধ্যে এবং তিনি সুস্থও আছেন। এ কথা জানিয়ে রোনালদিনহো আরও বলেন, ‘আমি বেশ ভালো আছি। কোনো উপসর্গ নেই। কিন্তু যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম, সেটি এখন পরে করতে হবে। শিগগিরই আমরা এক হবো। সবার জন্য ভালোবাসা।’
এসএএস/জেআইএম