আহ্সান রাজীব বুলবুল
Advertisement
আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি বলেছেন, ‘মহামারির এই সময়ে বিপর্যয় ছাড়া পুনরায় আলবার্টায় রেস্টুরেন্ট বন্ধ করার প্রয়োজন নেই।’ শনিবার পার্টির এক ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় প্রদেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানায়, ওই সভায় তিনি বলেন আমাদের (এনডিপি লিডার) র্যাচেল নটলি রেস্টুরেন্ট ও বারে নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। এটি রাজনীতির ভিত্তিতে, জনস্বাস্থ্যের ডাটা নয়। কোভিড-১৯ এর প্রায় তিন শতাংশ পজিটিভ টেস্ট আতিথেয়তা সেক্টর থেকে হতে পারে।
উল্লেখ্য, আলবার্টায় এক সপ্তাহ ধরে রেকর্ড পরিমাণ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার সর্বাধিক তিন হাজার ৬৫১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়।
Advertisement
গত এক মাসে, কোভিড-১৯ এর কারণে নির্ধারিত সংখ্যার অধিক মানুষের সমাগম হওয়ায় অন্টারিও এবং কিউবিক সরকারকে টরন্টো, মন্ট্রিয়েল, অটোয়া এবং ক্যুবেক শহরের রেস্টুরেন্টগুলোর ভেতরে বসে খাওয়া বন্ধ করতে হয়েছে।
ইন্ডাস্ট্রি গ্রুপ রেস্টুরেন্ট কানাডার তথ্য অনুসারে ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় রেস্টুরেন্ট শিল্পে কর্মসংস্থান এখনও ২১ শতাংশ কম। রেস্টুরেন্ট শিল্প অনুমান করছে মহামারির কারণে এই খাতটি প্রায় ২ লাখ ৬০ হাজার চাকরি হারিয়েছে।
উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, কানাডার বিভিন্ন প্রদেশে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে কোভিডরোধের বিধিনিষেধগুলো অত্যন্ত কঠোরভাবে অনুসরণের কোনো বিকল্প নেই। প্রয়োজনে আবারও কঠোর অবস্থানে যেতে হবে। সরকারের পাশাপাশি জনগণকেও আগের মতো সব বিধিনিষেধ মেনেই চলতে হবে।
অন্যদিকে কানাডায় বিভিন্ন প্রভিন্সে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। যদিও কানাডার বিভিন্ন প্রভিন্সে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৯৫৯ জন, মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৯২২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৩৬ জন।
এমআরএম/এমকেএইচ