জাতীয়

করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যু নেই ৩ বিভাগে

দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনা রোগীর প্রথম মৃত্যু হয়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ ও মহিলা চারজন। এ নিয়ে সারাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০৩ জনে।

Advertisement

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রামে এক, খুলনায় এক, রাজশাহীতে এক এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে তিন বিভাগে (সিলেট, বরিশাল ও ময়মনসিংহ) করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৩০৮ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।

এমইউ/এএইচ/জেআইএম