টানা দ্বিতীয় দিনের মতো শনিবার যুক্তরাষ্ট্রে রেকর্ড দৈনিক কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট থেকে শনিবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৮৮ হাজার ৯৭৩ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। যা আগের দিনের একই সময়ে ৭৯ হাজার ৯৬৩ এর চেয়ে বেশি।
Advertisement
শীতের আগমনে ইউরোপের মতো যুক্তরাষ্ট্রেও করোনার সংক্রমণ বেড়েছে। করোনায় শীর্ষ বিপর্যন্ত যুক্তরাষ্ট্রে এর আগে একদিনে এত মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়নি। বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। এখন তারা বলছেন, আগামীতে সংক্রমণ আরও বাড়বে বলেই মনে হচ্ছে তাদের।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া হালনাগাদ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ৮৫ লাখ ৬৮ হাজার ৬২৫ জনের দেহে সংক্রমণ ঘটিয়েছে মহামারি করোনা। ইতোমধ্যে ২ লাখ ২৪ হাজার ৭৫১ জন প্রাণ হারিয়েছেন। ফেব্রুয়ারিতে তা ৫ লাখ হতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা।
নতুন করে যুক্তরাষ্ট্রে যে করোনার প্রকোপ শুরু হয়েছে তাতে সবচেয়ে বিপর্যস্ত দেশটির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৫টিতেই করোনার সংক্রমণ বাড়ছেই। এর মধ্যে আগামী ৩ নভেম্বর হবে প্রেসিডেন্ট নির্বাচন।
Advertisement
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেখা যাচ্ছে, দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আগের মতোই ৭০০ থেকে ৮০০ এর ঘরে থাকলেও শনিবার মারা গেছে ৯০৬ জন। মহামারি করোনা মোকাবিলা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
ট্রাম্পের মহামারি মোকাবিলা নিয়ে শনিবার কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, করোনায় মোকাবিলায় হোয়াইট হাউসের নেয়া পদক্ষেপ খুবই অর্থহীন। কিছুই করতে পারেনি তারা।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাদুর্ভাব ছড়ানোর পর ৪ কোটি ২২ লাখ মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। কেড়ে নিয়েছে ১১ লাখ মানুষের প্রাণ। অবশ্য কোভিড-১৯ নামক মহামারি এই রোগে আক্রান্ত হওয়ার পর তিন কোটিরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।
এসএ/এমকেএইচ
Advertisement