সূর্য দিনে আলো দেয় কেন?শ্রেণিকক্ষে বিজ্ঞান পড়াচ্ছেন শিক্ষক-শিক্ষক: বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?ছাত্র: চাঁদ, স্যার।শিক্ষক: কেন?ছাত্র: চাঁদ আমাদের রাতে আলো দেয়; যখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু সূর্য দিনে আলো দেয়; যখন আমাদের প্রয়োজন নেই।
Advertisement
****
ভেড়া বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে?এক লোক লম্বা কোট কিনতে গেলেন। বিক্রেতার কাছে জানতে চাইলেন- ক্রেতা: ওই ভেড়ার লোমের কোটটা বৃষ্টিতে ভিজলে কি নষ্ট হয়ে যাবে?বিক্রেতা: আপনার কি ধারণা ভেড়া বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে?
****
Advertisement
কলিং বেল ঠিক করতে গিয়ে...বাসার কলিং বেল নষ্ট হওয়ায় সার্ভিস সেন্টারে ফোন করলেন বাড়িওয়ালা-বাড়িওয়ালা: কলিং বেল ঠিক করার জন্য লোক পাঠাতে বলেছিলাম, পাঠাননি কেন?সার্ভিস সেন্টার: লোক তো পাঠিয়েছিলাম, কলিং বেল বাজিয়ে কারো সাড়া না পেয়ে চলে এসেছে।
এসইউ/এএ/এমএস