জাগো জবস

পেশা হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র পরিদফতর পরিচালিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে পেশা হিসেবে নিতে চাইলে পড়তে পারেন এই বিষয়ে।কোর্সের নাম: বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, লেভেল-১শিক্ষাবর্ষ: ২০১৫-২০১৬কলেজসমূহ:

Advertisement

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। তবে এইচএসসিতে গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪.০০ এবং প্রত্যেক বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে।ভর্তির সময়সূচি:

বিস্তারিত: প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট www.dot.gov.bd, www.arstecb.com, www.btec.ac, www.ctec.gov.bd, www.pabtec.gov.bd, www.ptecbd.com থেকে বিস্তারিত জানতে পারবেন।যোগাযোগ: ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে ০১৯৫৪০৮৩৪৭৯ নম্বরে যোগাযোগ করতে পারেন।সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ০৭ নভেম্বর ২০১৫এসইউ

Advertisement