সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ৯০ হাজারেরও বেশি মানুষ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক সপ্তাহের বন্যায় অর্ধেকেরও বেশি মানুষকে বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।গত ২৩ অক্টোবর থেকে চলা বন্যায় ৯০ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত এবং ৪২ হাজারের মতো লোক বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। একইসঙ্গে এসব অঞ্চলেই আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরকার ও এর মিত্রবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে।জাতিসংঘ বলছে, বৃষ্টি ও নদীর পানি কমে আসলেও আরো এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশংকা এখনও কাটেনি। দেশটিতে অনেক সময়ই মৌসুমি বন্যা দেখা দিলেও আবহাওয়াবিদরা এল নিনোর প্রভাবে বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।এর আগে গত মাসে জাতিসংঘ সতর্ক করে বলেছিল, এল নিনোর কারণে আবহাওয়াগত দুর্যোগের জন্য ২০১৬ সালের শুরুতে ২ কোটি ২০ লাখ লোকের সাহায্যের দরকার হবে। ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক কোটি ২০ লাখ।এসআইএস
Advertisement