গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৩৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৬৫ জন।
Advertisement
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৫৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৫৮৬ জন। নতুন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৭৯ শতাংশ (৭৮ দশমিক ৭২ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৫৩৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, রংপুর বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৭৫ জন, সিলেট বিভাগে ৭২ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ ও নারী একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭৬১ জনে।
এমইউ/জেএইচ/এমএস