জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য ৬ বিভাগ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগেই করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। বিভাগুলো হলো- চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ ও একজন নারী রয়েছেন। রাজধানী ঢাকায় ১২ জন ও রাজশাহী বিভাগে দুজনের মৃত্যু হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জনে।

Advertisement

এ পর্যন্ত সর্বমোট করোনায় মৃত ৫ হাজার ৭৬১ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে ২ হাজার ৯৬৩ জনের এবং দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৫০ জনের মৃত্যু হয়।

এছাড়া রাজশাহী বিভাগে ৩৬৯ জন, খুলনায় ৪৬২, বরিশালে ১৯৭, সিলেটে ২৪১, রংপুরে ২৬০ এবং ময়মনসিংহ বিভাগে ১১৯ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৫৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৬ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি।

Advertisement

এমইউ/এফআর/এমএস