জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী থেকে একজনকে আটকের গুঞ্জন উঠেছে শুক্রবার। তবে এই ‘গল্পটি জানা নাই’ বলে মন্তব্য করেন পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মনিরুল ইসলাম বলেন, দীপন হত্যাকাণ্ডের ঘটনায় সুনির্দিষ্টভাবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার বিভাগের চৌকস দল এই মামলার তদন্তে কাজ করছে। ডিবির অভিজ্ঞতা ও আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) কোন অঙ্গসংগঠন এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান তিনি।এর আগে ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার ফেনীর ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফ নামে একজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।এআর/জেডএইচ/আরআইপি
Advertisement