নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপমুক্ত হতে পারছেনা বাংলাদেশ। দলের চতুর্থ ব্যাটসম্যান হিসাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরে গেছেন পার্ট টাইম বোলার সিকান্দার রাজার বলে। ডাউন দ্যা উইকেট খেলতে গিয়ে বলের ফ্লাইট মিস করেন সাকিব। তবে বল ঠিকমত গ্লাভসবন্দী করতে না পারলেও উইকেত্রক্ষম মুতুমবামির হাতে লেগে বল স্ট্যাম্পে লাগলে সাজঘরের পথ ধরতে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান। মুশফিকুর রহিম ৫৮ আর সাব্বির রহমান ৪ রান নিয়ে ব্যাট করছে।এর আগে শুরু থেকে দেখে শুনে খেলা তামিমও হঠাৎই যেন ধৈর্য হারিয়ে ফেললেন। সিকান্দার রাজার বলে লং অনের উপর দিয়ে ছয় হাকাতে গিয়ে লুক জংউইর হাতে ধরা পড়েন এই ওপেনার। তৃতীয় উইকেটে জুটিতে মুশফিকের সঙ্গে দলের হয়ে ৭০ রান যোগ করেন। তামিমের ৩টি চার এবং ২টি ছাক্কায় সাজানো ৪০ রানে বল মোকাবেলা করেছেন ৬৮টি।এর আগে তিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হতে সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। আর ইনিংসের দ্বিতীয় ওভারে লিটন দাসকে হারায় স্বাগতিকরা। জংউইর দ্বিতীয় ওভারের শেষ বলে গ্যালিতে সহজ তুলে দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর তা লুফে নিতে কোনো ভুল করেননি গ্রায়েম ক্রেমার।শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দিবারাত্রির এই ম্যাচ।বাংলাদেশের একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস,মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।জিম্বাবুয়ের একাদশ :এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তাউরাই মুতুমবামি, চামু চিবাবা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচমন্ড মুতুমবামি, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।
Advertisement
আরটি/এমআর