সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার মাদলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।নিহত ইউসুফ আলী (৬৫) এই গ্রামের নসিফ মোল্লার ছেলে। আহতদের মধ্যে কয়েকজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদলা গ্রামের মুরুব্বী নুহু মোল্লা শুক্রবার রাতে কয়েক যুবককে আড্ডা না দিয়ে বাড়ি যেতে বলেন। কিন্তু যুবকেরা তার কথা না শুনে নুহু মোল্লার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। অপমানিত হয়ে তিনি এলাকার অন্য মুরুব্বীদের বিষয়টি অবগত করেন। শনিবার সকালে এ নিয়ে একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয়। এই শালিশ বৈঠককে কেন্দ্র করে এই গ্রামের শহীদ মোল্লা তার বাহিনী নিয়ে আক্রমণ চালায়। এ সময় নুহু মোল্লার লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় নুহু মোলা গ্রুপের ইউসুফ ফলার আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় উভয় পক্ষের আরো ২০জন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮জনকে আটক করা হয়েছে। বাদল ভৌমিক/এসএস/এমএস
Advertisement