খেলাধুলা

আবারও অ্যাডিলেইডে ঘর বাঁধলেন রশিদ খান

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আরব আমিরাতে অবস্থান করছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান, খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এ টুর্নামেন্ট শেষে তিনি চলে যাবেন অস্ট্রেলিয়া, খেলবেন বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে।

Advertisement

শোনা গিয়েছিল, এবার অ্যাডিলেইড স্ট্রাইকার ছেড়ে নতুন কোথাও পাড়ি জমাবেন রশিদ। তবে অ্যাডিলেইডের ভক্ত-সমর্থকদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, অন্তত এবারের মৌসুমটি এ দলেই খেলবেন তিনি।

এখনও পর্যন্ত বিগ ব্যাশে তিনটি মৌসুম খেলেছেন রশিদ, প্রতিবারই ছিলেন অ্যাডিলেইডে। এবার চতুর্থবারের মতো দলটির জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি। পুরো আসর খেলার ব্যাপারে আশাবাদী রশিদ খান।

এরই মধ্যে নিজেকে বিগ ব্যাশের অন্যতম আইকনিক খেলোয়াড়ে পরিণত করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই হটকেক স্পিনার। টুর্নামেন্টে ৪০ ম্যাচে মাত্র ৬.৩৬ ইকোনমি রেটে শিকার করেছেন ৫৬টি উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ১৬১.১৪ স্ট্রাইকরেটে করেছেন ২৫৩ রান।

Advertisement

আরও এক মৌসুম অ্যাডিলেইডে থাকার কথা জানিয়ে রশিদ বলেছেন, ‘বিগ ব্যাশের দশম মৌসুমে আবারও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলব আমি। সত্যিই অনেক খুশি। একদম শুরু থেকেই এই প্রতিযোগিতা (বিগ ব্যাশ) আমার অনেক পছন্দের।’

‘দলে যোগ দেয়ার পর থেকেই অ্যাডিলেইড স্ট্রাইকার্স আমার কাছে পরিবারের মতো হয়ে গেছে। আমি সেসব সমর্থকদের কাছে কৃতজ্ঞ, যারা অ্যাডিলেইডকে আমার নিজের ঘরের মতো করে ভাবতে সমর্থন দিয়ে গেছেন।’

এদিকে রশিদ খান অ্যাডিলেইডে খেললেও তার স্বদেশি অলরাউন্ডার মোহাম্মদ নাবি খেলবেন মেলবোর্ন রেনেগেডসে। বিগ ব্যাশের নতুন নিয়মে আগামী দুই মৌসুম প্রতিটি দল নিজেদের একাদশে তিনজন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে।

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে বিগ ব্যাশের দশম আসর। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সূচির বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

এসএএস/পিআর