প্রবাস

করোনাকালে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা ১৯ বাংলাদেশি পেল সম্মাননা

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের লকডাউন এলাকায় সঙ্কটাপন্ন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় সরকারের আহ্বানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেল বাংলা এক্সপ্রেস-১৯ সদস্যের টিম।

Advertisement

গত ১৮ অক্টোবর দুবাইয়ে ওয়াতানি আল ইমারাত ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বেলহোল আল ফালাসি তাদের হাতে সম্মাননা স্মারক ও দুবাই ক্রাউন প্রিন্সের ধন্যবাদ সংবলিত বিশেষ ব্যাচ তুলে দেন। এ সময় টিম লিডার মামুনুর রশীদের নেতৃত্বে অনেক সদস্য উপস্থিত ছিলেন।

৩১ মার্চ থেকে আমিরাত সরকারের আহ্বানে সাড়া দিয়ে মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করে আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ১৯ সদস্যের এই টিম।

এ সময় স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা দুবাইয়ের লকডাউনের নাইফ, আল রাস, গোল্ড সোক ও আল দাগায়া এলাকায় প্রতিদিন দুবাই সরকারের দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেন।

Advertisement

এছাড়া প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানান। পাশাপাশি সরকার ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করেন টিমের সদস্যরা।

মুহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমে ছিলেন মুহাম্মদ মোদাসসের শাহ, আনোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল শাহীন, শামসুন নাহার শপ্না, রুমা খাতুন, মুহাম্মদ কাজি ইসমাইল, ফখরুদ্দীন চৌধুরী, মোহাম্মদ মিজান।

আরও ছিলেন মোহাম্মদ জলিল, মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ মিজানুর, মঞ্জুর মোরশেদ, মোহাম্মদ নুরুল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনোয়ার আজিম, বাশির চোখদার, মোহাম্মদ হামদান আহম্মেদ, মোহাম্মেদ সাইফ ও মিজানুর রহমান।

এমআরএম/পিআর

Advertisement