চীন ও তাইওয়ানের দুই রাষ্ট্রপ্রধান ৬৬ বছরের মধ্যে প্রথমবারের মতো সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন। তবে বৈঠক শুরুর আগেই শনিবার তাইওয়ানের রাজধানী তাইপেতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসির।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এক দল বিক্ষোভকারী তাইওয়ানের পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে এখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং সিঙ্গাপুরে যাত্রার উদ্দেশে বিমানবন্দরে পৌঁছালে সেখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা মা ইংয়ের ছবিতে অগ্নিসংযোগ করেন। চেন নামে এক বিক্ষোভকারী বলেন, প্রেসিডেন্ট হিসেবে যিনি জনগণের মতামতের প্রতিনিধিত্ব করেন না সেই মা ইংয়ের সাগরের অপর পাড়ের নেতার সঙ্গে বৈঠক করার অধিকার নাই। তবে এ সময় মা ইংয়ের সমর্থনে এক দল লোককেও বিমানবন্দরে দেখা যায়।১৯৪৯ সাল থেকে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাইওয়ান। এরপর থেকে দেশ দুটির শীর্ষ পর্যায়ের নেতারা কখনো বৈঠকে বসেননি। তবে ২০০৮ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং ক্ষমতায় আসার পর থেকে চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে থাকে তাইপে। তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে বেইজিং। একইসঙ্গে দেশটি একদিন চীনের সঙ্গে একত্রিত হবে। প্রয়োজনে এ ব্যাপারে শক্তি প্রয়োগ করতে পারে চীন।সিঙ্গাপুরে দুই দেশের প্রেসিডেন্টের এ বৈঠকে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। এসআইএস/এমএস
Advertisement