খেলাধুলা

মেসির রেকর্ড

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেস। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে রেকর্ড ৭১ গোল করেছিলেন। ৬৯ গোল নিয়ে বুধবার আয়াক্স আমস্টারডামের বিপক্ষে মাঠে নামেন তিনি। নেদারল্যান্ডসের ক্লাবটির বিপক্ষে জোড়া গোলে আর্জেন্টাইন তারকা ছুঁয়ে ফেলেছেন রাউল গঞ্জালেসকে।চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন রাউলের সঙ্গে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। আর একটি গোল করতে পারলে অবশ্য সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি। ৭০ গোল নিয়ে মেসি ও রাউলের পেছনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।আয়াক্সের বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে আলতো করে হেড দিয়ে বল জালে জড়ান মেসি। এরপর ৭৬ মিনিটে আরো একটি গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ২-০ গোলে। পাশাপাশি নিশ্চিত করেন শেষ ষোলো। সবকিছু ছাপিয়ে তিনি ছুঁয়ে ফেলেন চ্যাম্পিয়নস লিগের কিংবদন্তি রাউল গঞ্জালেসকে।

Advertisement