আন্তর্জাতিক

সৌদি যুবরাজের নামে খাশোগীর বাগদত্তার মামলা

প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগীকে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামে মামলা ঠুকে দিয়েছেন খাশোগীর বাগদত্তা হাতিস চেঙ্গিস। মামলায় যুবরাজকে হত্যাকাণ্ডের ‘নির্দেশদাতা’ বলে অভিযোগ এনেছেন তিনি।

Advertisement

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মামলাটি করেন হাতিস। মামলায় খাশোগী হত্যাকাণ্ডের ঘটনায় নিজের ব্যক্তিগত ও আর্থিক ক্ষতির অভিযোগ এনেছেন এই তার্কিশ।

২০১৮ সালে সৌদি আরবের ইস্তানবুল কনস্যুলেটে প্রবেশ করার পর খাশোগীকে হত্যা করে একদল সৌদি এজেন্ট।

অভিযোগ রয়েছে, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন যুবরাজ।

Advertisement

সৌদি সরকারের চরম সমালোচক জামাল খাশোগী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। লেখনীতে সৌদি সরকারের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেন।

মৃত্যুর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছিলেন খাশোগী। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তুর্কি নাগরিক হাতিস চেঙ্গিসের।

সূত্র : বিবিসি

এসআর/পিআর

Advertisement