খেলাধুলা

সেঞ্চুরির পর ৫ উইকেট সাকিবের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শাস্তির মেয়াদ থেকে ছাড় পাওয়া বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন তিনি ব্যাটে যেমন বলেও তেমন। খুলনা টেস্টে সেঞ্চুরির পর পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ম্যালকম ওয়ালারকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে নিজের পঞ্চম উইকেট নেন সাকিব। প্রথম ইনিংসে ১৩৭ রানের অনবদ্য শতক করার পর তিনি চতুর্থ দিন এ সাফল্য পেলেন। এর আগে সাকিব ঢাকা টেস্টেও ৫ উইকেটের কোটা পেরিয়েছিলেন। সে টেস্টে ২৪.৫ ওভার বল করে মাত্র ৫৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। পরের ইনিংসেও পান একটি উইকেট।দেশের সেরা অলরাউন্ডার সাকিবের টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার চট্রগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৭ উইকেট। মাত্র ৩৬ রান খরচায় তিনি এ সাফল্য পেয়েছিলেন। সাকিব টেস্টের এক ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন তিনবার। আর ৫টি করে উইকেট পান আরো আটবার।

Advertisement