মিসরে নিজেদের বাণিজ্যিক বিমানের সব ফ্লাইট স্থগিত করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিসরে তাদের বাণিজ্যিক বিমানের সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেন। এমন সময় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ ব্যক্তি এমন ঘোষণা দিলেন যখন তদন্তকারীরা গত শনিবার মিসরে রাশিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান অব্যাহত রেখেছেন। মিসরের সিনাই উপদ্বীপে ২২৪ জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার বিমানটি বোমা বিস্ফোরণে কারণে বিধ্বস্ত হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়ার এফএসবি নিরাপত্তা বিভাগের প্রধান আলেকজান্ডার বোর্টনিকোভ বলেন গত শনিবার কেন বিমানটি বিধ্বস্ত হল তা নিশ্চিত না করা পর্যন্ত সব বিমান চলাচল বন্ধ করার পরামর্শ দেওয়ার পরপরই পুতিন এ সিদ্ধান্ত নেন।এসএইচএস
Advertisement