বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন অ্যান্ড মেইন্টেন্যান্স কন্টিনজেন্ট (ওকেপি-৯) এর ১৬০ সদস্যের একটি দল শুক্রবার কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। কুয়েত সরকারের অর্থায়নে কুয়েত বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে ঢাকাস্থ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী তথ্য অফিসার এস এম শামীম আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, কন্টিনজেন্টটি কুয়েত গমনের প্রাক্কালে বিমান বন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশন পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তারিকুল আলম দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন।তিনি বলেন, ১৯৯১ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতের বিভিন্ন পুনর্গঠনমূলক কাজে নিয়োজিত আছে। কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, সততা এবং আন্তরিকতার সাথে কাজ করে সেদেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ্য হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর অর্জিত এই সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যৎ দিনগুলোতে আরো সফলতা অর্জন করে সেনাবাহিনী তথা দেশের সুনাম বৃদ্ধি করবে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।জেইউ/এসএইচএস
Advertisement