দেশজুড়ে

রাজনীতিবিদ শামছুল আলম চৌধুরী আর নেই

চলে গেলেন সিলেটের প্রিয়মুখ, প্রবীণ রাজনীতিবিদ শামছুল আলম চৌধুরী। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। বেশ কিছুদিন থেকে তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সমাজসেবক শামছুল আলম চৌধুরী দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পিতা। শামছুল আলম চৌধুরী নাটাব সিলেট, ইসলামপুরস্থ জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট পরিবার পরিকল্পনা সমিতি, রেড ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, ডায়বেটিকস হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সিলেটের সকল মহলের কাছে তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন মহলের শোক : এদিকে, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর পিতা শামছুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সিলেট জেলা ঐক্যন্যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল।পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।সবুজ সিলেট’র শোক : দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেলের পিতার মৃত্যুতে দৈনিক সবুজ সিলেট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছামির মাহমুদ। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উত্তরপূর্ব’র শোক : দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা’সহ উত্তরপূর্ব পরিবারের সকল সদস্যবৃন্দ।ছামির মাহমুদ/এসএইচএস

Advertisement