বন্দর নগরী চট্টগ্রামে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিংকইট’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর ডিসি হিলে জমকালো আয়োজনের মাধ্যমে আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী নতুন এ পণ্যটির মোড়ক উন্মোচন করেন। আরএফএল এর হেড অফ মার্কেটিং এস এম আরাফাতুর রহমান এসময় উপস্থিত ছিলেন । অভিনেত্রী মৌসুমী বলেন, পণ্য কেনার সময় কোয়ালিটির ক্ষেত্রে আমি কখনোই কম্প্রমাইজ করি না। আরএফএলও তার পণ্যের গুণাগুণের ক্ষেত্রে কখনোই কম্প্রমাইজ করে না। তাই আমি সবসময় আরএফএল এর পণ্য ব্যবহার করি।আরাফাতুর রহমান জানান, সাশ্রয়ী মূল্যে জনগণের দোড়গোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। ড্রিংকইট-এ রয়েছে চার স্তর বিশিষ্ট পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। আর যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে নেদারল্যান্ডের ন্যানো টেকনোলজি। এটি ব্যবহারে বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজন নেই। ফুটানো পানির চেয়েও নিরাপদ পানি পেতে ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার দিয়ে প্রতি ঘণ্টায় চার থেকে পাঁচ লিটার পানি বিশুদ্ধ করা যাবে। একটি ওয়াটার পিউরিফায়ার কিট দিয়ে টানা দুই বা সাত হাজার লিটার পানি পরিশোধন করা যাবে। এছাড়া ড্রিংকইট এর লাইফ ইন্ডিকেটর দিয়ে ব্যবহারকারীগণ পিউরিফায়ার কিটের কার্যকারিতা জানতে পারবে।পানি বিশুদ্ধকরণ এ পণ্যটি এখন সারাদেশে আরএফএল এর এক্সক্লুসিভ ও বেস্টবাই বিপণিকেন্দ্রে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তৌহিদ তুষার খানসহ ঊধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি এএইচ/এমএস
Advertisement