জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার ৭৮.৩২ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ পাঁচ হাজার ৫৯৯ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৬৩৭ জন। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর হার ৭৮ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৬২৫ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০৩ জন, রংপুর বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ৯৬ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১৩৬ জন, সিলেট বিভাগে ৬৮ জন ও ময়মনসিংহ বিভাগে ২৮ জন রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৬৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯০ হাজার ২০৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২১ লাখ ৭৮ হাজার ৭১৪টি।

এমইউ/জেএইচ/এমকেএইচ