গণমাধ্যম

ডিআরইউর লেখক সদস্যদের সম্মাননা প্রদান

নিজ সংগঠনের ২২জন লেখক সদস্যকে সম্মননা জানালো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। চলতি বছর প্রকাশিত হয়েছে এমন সৃজনশীল এবং মননশীল লেখকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে শুক্রবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও কার্যনির্বাহী সদস্য হরলাল রায় সাগর। এছাড়াও অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ডিআরইউ সদস্য শামসুল আলম বেলাল,  হাসান হাফিজও বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন উদ্যোগের ভূয়শী প্রশংসা করে বলেন, সৃজনশীলতা, মননশীলতা ও নান্দনিকতা ঘাতকের থাবায় আক্রান্ত হওয়ার সময় ডিআরইউয়ের সাংবাদিকদের সৃজনশীলতার জন্য এ সম্মাননা প্রদান করছে। জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউর তুলনা করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক দলের মতোই বিভাজনের দেয়াল উঠেছে। কিন্তু ডিআরইউতে এখনো সেটা হচ্ছে না। কারণ এখানে আদর্শগত মতান্তর আছে কিন্তু মনান্তর নেই।’ তিনি বলেন, ‘লেখক-প্রকাশককে হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে সংলাপের পথ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।’২০১৫ সম্মাননাপ্রাপ্ত লেখকরা হলেন- আমার দেশের হাসান হাফিজ, বাংলাদেশ সংবাদ সংস্থার শামসুল আলম বেলাল, অবজারভারের জীবন ইসলাম, জনকণ্ঠের কাওসার রহমান, মানবজমিনের কাফি কামাল, চ্যানেল টুয়েন্টিফোরের আমিন আল রশীদ, ইত্তেফাকের পিনাকী দাশগুপ্ত ও দেবব্রত মুখোপাধ্যায়। কালের কণ্ঠের ওমর ফারুক, মাইটিভির আমিরুল মোমেনীন মানিক, উত্তরবঙ্গ সংবাদের নির্মল চক্রবর্তী, এবিনিউজের শাহিন চৌধুরী, আরটিভির মোহাম্মদ আকতার হোসেন, ভোরের কাগজের শামসুজ্জামান শামস ও ঝর্ণা মনি, ইনকিলাবের মিজান মাহমুদ, এটিএন নিউজের ইশরাত জাহান ঊর্মি।সংগ্রামের শাহেদ মতিউর রহমান, সমকালের আলতাব হোসেন ও ইন্দ্রজিৎ সরকার, আজকের পত্রিকার এম উমর ফারুক ও দি ইকোনমিক্স নিউজের শেখ মাহমুদ এ রিয়াত। লেখক সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও পাঁচ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়।সৌর বিদ্যুৎ সম্প্রসারণ কাজের উদ্বোধন এর আগে সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্থাপিত সৌর বিদ্যুৎ সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। ডিআরইউ ক্যান্টিনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মো. তাজুল ইসলাম। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, অরজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ আলী ও বারভিডার প্রেসিডেন্ট আবদুল হামিদ শরীফ, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম আজাদ ও যুগ্ম সম্পাদক ফেরদাউস মোবারক এসময় উপস্থিত ছিলেন। এইচএস/এসকেডি/এমএস

Advertisement