জাতীয়

করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে

দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যু হয়। রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৬০ জনে। দেশের বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা বিভাগেই ৫১ দশমিক ১৫ শতাংশ, ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন ২ দশমিক ১০ শতাংশ রোগীর মৃত্যু হয়।

Advertisement

বিভাগওয়ারী পরিসংখ্যানে করোনায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে দুই হাজার ৮৯৫ জন (৫১ দশমিক ১৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৩৪ জন (২০ দশমিক ০৪ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৬২ জন (৬ দশমিক ৪০ শতাংশ), খুলনা বিভাগে ৪৫৭ জন (৮ দশমিক ০৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৯৬ জন (৩ দশমিক ৪৬ শতাংশ), সিলেট বিভাগে ২৪০ জন (৪ দশমিক ২৪ শতাংশ), রংপুর বিভাগে ২৫৭ জন (৪ দশমিক ৫৪ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১১৯ জন (২দশমিক ১০শতাংশ)।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে এক জন, রাজশাহীতে দুজন, খুলনায় দুইজন, বরিশালে একজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।

এমইউ/জেএইচ/এমএস

Advertisement