পূর্ব বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষককে হত্যা চেষ্টার অভিযোগে রামদাসহ বাবা-ছেলেকে আটকের পর থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ভেটু আকন্দ (৫০) ও তার ছেলে আসাদুল ইসলাম (২০)। ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন জানান, দুপুর ১টার দিকে বেড়েরবাড়ি গ্রামের আমেজ মোল্লা (৬০) নামে এক কৃষক বাড়ির পাশে বোরো ধান ক্ষেত দেখতে যান। এ সময় ভেটু আকন্দ ও তার ছেলে আসাদুল ইসলাম দেশিয় তৈরি অস্ত্র নিয়ে কৃষক আমেজ মোল্লার উপর হামলা চালায়। এ সময় তারা রামদা দিয়ে আমেজ মোল্লাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।পরে স্থানীয়রা রামদাসহ বাবা-ছেলেকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। ঘটনার পর আহত আমেজ মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে রামদাসহ ভেটু আকন্দ ও তার ছেলে আসাদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের করা হবে। লিমন বাসার/এআরএ/এমএস
Advertisement