বিয়ে করতে খরচ কেমন?ছেলের বিয়ের কথাবার্তা চলছে। তাই বাবা-ছেলে বসেছে হিসাব করতে-ছেলে: আচ্ছা বাবা, বিয়ে করতে কেমন খরচাপাতি হয়?বাবা: কী জানি বাবা। ছেলে: কেন, তোমার বিয়েতে কেমন খরচ হয়েছিল?বাবা: খরচ তো থেমে নেই। আমি তো এখনো খরচ করেই চলেছি।
Advertisement
****
পাঁচশ বছরের পুরোনো ফুলদানিপুরোনো জমিদার বাড়িতে বেড়াতে গেলেন একজন। গিয়ে জিনিসপত্র নেড়েচেড়ে দেখছেন। হঠাৎ একটি ফুলদানি হাত থেকে পড়ে ভেঙে গেল- গৃহকর্তা: হায়, হায়, করলেন কি? অতিথি: খুব বেশি ক্ষতি হয়ে গেল?গৃহকর্তা: পাঁচশ বছরের পুরোনো ফুলদানিটা ভেঙে ফেললেন?অতিথি: যাক বাবা, বাঁচা গেল। আমি ভেবেছিলাম জিনিসটা নতুন বুঝি।
****
Advertisement
ভিক্ষুকই ভালো আয় করেরাম: আমার তিন ছেলে, তাদের মধ্যে দু’জন ইঞ্জিনিয়ার। আর ছোটটি মোটেও ভালো পড়াশোনা করেনি। তাই সে এখন ভিক্ষা করে।শ্যাম: তাহলে ছোটটিকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন?রাম: কী বলছেন মশাই, একমাত্র ওই ছেলেটিই তো ভালো আয় করে।
এসইউ/এএ/পিআর