দেশজুড়ে

বাগেরহাটে শিশুকে হত্যার দায়ে বাবা আটক

বাগেরহাটের চিতলমারীতে স্ত্রীর উপর রাগ করে আড়াই মাসের শিশু পুত্রকে গলা টিপে হত্যা করছে পাষণ্ড বাবা। শুক্রবার ভোরে চিতলমারী উপজেলার হিজলা  ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ওসমানকে হত্যার দায়ে পুলিশ ঘাতক বাবা ফাইজুল শেখকে (২৬) আটক করেছে। সে চিতলমারী উপজেলা চর বড়বাড়িয়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে। ফাইজুল শেখ পেশায় একজন ভ্যানচালক।চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জাগো নিউজকে জানান, চর বড়বাড়িয়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে ফাইজুল শেখের সঙ্গে তার স্ত্রী লিপি বেগমের পারিবারিক কোন্দল চলছিল। এ ঘটনার জের ধরে ফাইজুল শেখ শুক্রবার ভোরে স্ত্রী লিপি বেগমের উপর ক্ষিপ্ত হয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে আড়াই মাসের শিশু ওসমানকে গলা টিপে হত্যা করে।পরে স্থানীয় লোকজনের মাধ্যমে চিতলমারী থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে হিজলা ইউনিয়নের চরপাড়া গ্রামের হান্নান শেখের বাড়ি থেকে শিশু হত্যাকারী ফাইজুলকে আটক করে। এ ঘটনায় চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।  অপর একটি সূত্রে জানা গেছে, ফাইজুলের শশুর হান্নান শেখ মেয়ে লিপিকে চর বড়বাড়ি এলাকায় কিছু জমি কিনে তাদের সেখানে থাকার জন্য বলে আসছিলেন। কিন্ত ভ্যানচালক জামাই ফাইজুল শশুরের দেয়া জমিতে না গিয়ে শশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। এ ঘটনা নিয়ে স্ত্রীর লিপি বেগমের সঙ্গে ফাইজুলের পারিবারিক কোন্দল চলছিল। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরে শুক্রবার শিশু ওসমানকে গলা টিপে হত্যার ঘটনা ঘটে। ঘাতক ফাইজুল শেখ শিশু হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। শওকত আলী বাবু/এমজেড/এমএস

Advertisement