জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ৩ বিভাগে

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী পাঁচজন। এ নিয়ে করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৪৬ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৩ জনের মধ্যে দেশের তিন বিভাগে (রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ) কোনো রোগী নেই।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ঢাকায় ১৪, চট্টগ্রামে চার, খুলনায় এক, বরিশালে দুই এবং রংপুরে দুইজন রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০ পরীক্ষাগারে ১১ হাজার ১২ নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৫৭৩টি পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ৫১ হাজার ৭০২টি।

পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৭ হাজার ২৯৫ জনে।

এমইউ/এএইচ/জেআইএম

Advertisement