জাতীয়

ডাইং গার্মেন্টসের শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি

ঢাকা ডাইং গার্মেন্টসের শ্রমিকদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, মালিক কর্তৃপক্ষ সবসময় নানা অজুহাতে কর্মী ছাঁটাই করে। এতে হঠাৎ করেই কর্ম হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন খেটে খাওয়া শ্রমিকরা। অথচ এ নিয়ে সরকার কিংবা কোনো কর্তৃপক্ষের দৃষ্টি নেই। ঢাকা ডাইং গার্মেন্টস’র ১৬১ জন কর্মীকে অনৈতিকভাবে ছাঁটাই করা হয়েছে জানিয়ে বক্তারা বলেন, এই শ্রমিকদের আবার নিয়োগ না দেওয়া  হলে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করবো।সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার, অর্থ সম্পাদক মোর্শেদ আলম কাউসার, মো. আলম ও ঢাকা মহানগর কমিটির সভাপতি আল আমিন আশরাফি প্রমুখ।এএস/এআরএস/পিআর

Advertisement