জাতীয়

করোনায় বাংলাদেশ বেতারের পরিচালক আমানুল্লাহর মৃত্যু

বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের (জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের) পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদ হাসান সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ অক্টোবর তাকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে তিনটাই তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল।

Advertisement

সভাপতি এক শোকবার্তায় আমানুল্লাহ মাসুদ হাসানের বিদেহ আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এইচএস/এমএসএইচ/পিআর