এবার বিজ্ঞানী আইনস্টাইনের চরিত্রে অভিনয় করছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা নাসির উদ্দিন শাহ৷ তবে সেটা কোনো সিনেমার দৃশ্যে নয়, একটি মঞ্চ নাটকে আইনস্টাইন হয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। মুম্বাইয়ে বুধবার থেকে শুরু হয়েছে পৃথ্বী থিয়েটার উৎসব।উৎসবে বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় নাসির উদ্দিন শাহ অভিনীত আইনস্টাইন নাটকটি মঞ্চস্থ হচ্ছে। এ প্রসঙ্গে নাসির উদ্দিন শাহ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এক ব্যক্তি একটি স্কেচ এঁকে আমাকে দেয়৷ সেখানে আইনস্টাইনের পোশাক-আশাকের সঙ্গে মুখটা বদলে আমার মুখ বসিয়ে দেওয়া হয়৷ নিজের মুখের সঙ্গে দারুণ মিল খুঁজে পেলাম৷’তিনি আরও বলেন, ‘আমার চেহারা ইহুদিদের মতো৷ দাড়ি রাখলে আমাকে ইহুদিদের মতোই দেখায়৷ এবার দর্শকরা দেখুক আমি চেহারা এবং অভিনয়ে কতটা আইনস্টাইন হয়ে উঠতে পেরেছি৷’প্রসঙ্গত, বলিউড অভিনেতা নাসির উদ্দিন শাহ দীর্ঘদিন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত। চলচ্চিত্রে দাপুটে অভিনয়ের পরও থিয়েটার ছেড়ে যাননি তিনি।
Advertisement