নরসিংদীতে স্পিনিং মিল শ্রমিককে গণধর্ষণের অভিযোগ করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ওই নারী সদর মডেল থানায় অভিযোগ করেন।
Advertisement
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী চৌয়ালা এলাকার ওয়ারিশ আলীর ছেলে মো. মনির (৩২), মতি মিয়ার ছেলে মো. হাসান (২১)।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার (পিপিএম) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পৌর এলাকায় পরিবারসহ ভাড়া থাকেন ওই নারী শ্রমিক। সে স্থানীয় একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাবার কেনার জন্য মিলের বাইরে বের হয়। নরসিংদী মডেল থানার চৌয়ালা বালুর মাঠ সংলগ্ন গোলাপ মেম্বরের মিলের দক্ষিণ-পূর্ব কোনে ফাঁকা জায়গায় পূর্ব পরিচিত ইয়ামিন নামে এক ছেলের সঙ্গে আলাপ করার সময় চৌয়ালা এলাকার মৃত ওয়ারেশ আলীর ছেলে মনিরসহ আরও তিন অজ্ঞাত যুবক ইয়ামিনকে মারধর করে।পরে ওই নারী শ্রমিককে পার্শবর্তী বালুর মাঠের একটি খোলা জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।পরে শুক্রবার দুপুরে মনিরসহ অজ্ঞাত আরও তিনজনেরে বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ ভুক্তভোগী ওই নারী।
Advertisement
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান বলেন, গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।
সঞ্জিত সাহা/এএইচ