আন্তর্জাতিক

ভারতে করোনা আক্রান্ত ৮৭.৫৬ শতাংশ সুস্থ

এ মাসের শুরু থেকেই ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে। গত ৫ দিন ধরে তা ৭০ হাজারের নিচে। সেই সঙ্গে গত ১৩ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যাও ১ হাজারের কম।

Advertisement

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৩৭১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জনে।

ভারতে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থতার হার শুরু থেকেই আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশটিতে মোট ৬৪ লাখ ৫৩ হাজার ৭৭৯ জন করোনা মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮৭.৫৬ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৩৮ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের চেয়ে সুস্থ রোগীর সংখ্যায় বেশি।

করোনাভাইরাস ভারতে ইতোমধ্যেই ১ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে। যদিও ইউরোপ-আমেরিকার দেশগুলোর তুলনায় ভারতে মৃত্যুহার অনেক কম। গত ১৩ দিন ধরে দৈনিক মৃত্যুও কমে ১ হাজারের নিচে।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৯৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট ১ লাখ ১২ হাজার ১৬১ জনের প্রাণ গেল। তার মধ্যে ৪১ হাজার ১৯৬ জন মারা গেছেন মহারাষ্ট্রে। তামিলনাড়ু ও কর্ণাটকে মোট মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। উত্তরপ্রদেশে সাড়ে ৬ হাজার ও অন্ধ্রপ্রদেশে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। দিল্লি ও পশ্চিমবঙ্গে তা ৬ হাজার ছুঁইছুঁই। পাঞ্জাবে প্রায় ৪ হাজার ও গুজরাটে সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশেও মৃত আড়াই হাজার ছাড়িয়েছে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরালা, ওড়িশাতে মোট মৃত্যু ১ হাজারের বেশি। দেশের বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম।

মৃত্যুর মতো সংক্রমণের নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। এখন পর্যন্ত ১৫ লাখ ৬৪ হাজার লোক আক্রান্ত হয়েছেন সেখানে। যদিও দৈনিক সংক্রমণ সেখানে আগের চেয়ে অনেক কম। অন্ধ্রপ্রদেশ ৭ লাখ ৭১ হাজার ও কর্ণাটকে ৭ লাখ ৪৩ জন আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুতে ৬ লাখ ৭৪ হাজার। উত্তরপ্রদেশে ৪ লাখ ৪৭ হাজার আক্রান্ত। দিল্লিতে আক্রান্ত ৩ লাখ ২১ হাজার। পশ্চিমবঙ্গে ৩ লাখ ৯ হাজার।

গত কয়েক দিনে ফের আমেরিকাতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৭৯ হাজার জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৫১ লাখ ৬৯ হাজার জন।

জেএইচ/জেআইএম

Advertisement