বিনোদন

মারা গেছেন অস্কারজয়ী প্রথম ভারতীয় ভানু আথাইয়া

চলে গেলেন অস্কারজয়ী পোশাক ডিজাইনার ভানু আথাইয়া। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যগ করেন তিনি।

Advertisement

১৯৮২ সালে রিচার্ড অ্যাটেনবারো পরিচালিত ‘গান্ধী’ চলচ্চিত্রে সেরা পোশাক ডিজাইনার হিসেবে অস্কার জিতেছিলেন তিনি। তিনি ছিলেন অস্কার জয় করা ভারতের প্রথম কোনো নারী শিল্পী।

রিচার্ড অ্যাটেনবারো ১৯৮০ সালে ‘গান্ধী’ ছবিটি তৈরি করেছিলেন। তিনি ভারতে এসেছিলেন সে সময় তার টিম বাছাই করতে। একটি সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে ভানু আথাইয়াকে পোশাকের ডিজাইনার হিসেবে বেছে নিয়েছিলেন। ‘গান্ধী’ মুক্তি পেলে ছবিটি খুব প্রশংসা পায়। পায় অস্কারও।

অস্কার জয়ের সেই মুহূর্ত নিয়ে ভানু তার স্মৃতিকথায় লিখেছিলেন, ‘অস্কার জেতাটা যে কারও জীবনের জন্য স্বপ্নের ব্যাপার। পুরস্কারটির জন্য আমিসহ চারজন মনোনীত ছিলাম।

Advertisement

যখন ঘোষণা এলো পুরস্কারের কথা, সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। আমি আজীবন রিচার্ড অ্যাটেনবারোর কাছে কৃতজ্ঞ থাকব। তিনি আমাকে সুযোগ করে দিয়েছিলেন বিশ্বজয়ের। পুরো ভারতবাসীর প্রতি আমার ভালোবাসা।’

প্রায় ৫০ বছর ধরে পোশাকের ডিজাইনার হিসেবে কাজ করে গিয়েছেন ভানু আথাইয়া। তিনি তার পেশাদারী জীবন শুরু করেছিলেন গুরুদত্তের ১৯৫৬ সালের সুপারহিট ছবি ‘সিআইডি’ দিয়ে।

এলএ/বিএ

Advertisement