সাহিত্য

আলাউদ্দিন হোসেনের উৎসবের ছড়া

উৎসব

Advertisement

দুর্গা এলে পূজারীরানতুন রূপে সাজে,দিবানিশি মণ্ডপজুড়েঢাকের বাজনা বাজে।

ঢাক-ঢোলের নতুন সুরেপূজারীরা মত্ত,আত্মভরে পূজা করেমেটায় দেহতত্ত্ব।

ঘরে ঘরে প্রদীপ জ্বলেমা দুর্গার ছায়া,দশ হাতে নিয়ে আসাস্বর্গসুখের মায়া।

Advertisement

****

দুর্গা

স্বর্গ থেকে দুর্গা আসেমানব ভালোবেসে, হাতে নিয়ে স্বর্গবাণীসুখ দেবতা বেশে। স্বর্গীয় সব বার্তা নিয়েআসে মণ্ডপজুড়ে,মা দুর্গার আরাধনাআনন্দ সব কুড়ে।

দশ হাতে পুণ্য নিয়ে মা দুর্গা আসে,মণ্ডপে সব পূজারীরাস্বর্গসুখে ভাসে।

Advertisement

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএ/জেআইএম