জাতীয়

২৪ ঘণ্টায় মৃত্যু নেই ৪ বিভাগে

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৬ জন। এদের সকলেই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬০৮ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত মোট ১৫ জনের মধ্যে দেশের ৪ বিভাগ বিভাগ- রাজশাহী, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৪, খুলনায় ১ ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়।

Advertisement

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এরপর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

এদিকে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬০০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ০৮ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

Advertisement

এমইউ/এফআর/জেআইএম